ঢাকা ০২ ডিসেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
বড়লেখায় নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ সুনামগঞ্জ-১ আসনে সর্বমোট ৯জন মনোনয়ন জমা দিয়েছেন জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নির্বাচিত হলে আমার প্রধান কাজ হচ্ছে গরীব-দুঃখীদের শান্তনার বানী শুনানো - মুহিবুর রহমান মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন মোঃ শাহাব উদ্দিন মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন ৩২ প্রার্থী সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার মাঝি এডভোকেট রনজিৎ সরকার বালাগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী

এবার নিজেই লাশ হয়ে ফিরলেন এম্বুলেন্স চালক খালেক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৩,  4:32 PM

news image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের স্বেচ্চায় রক্তদান সংগঠন শ্রীমঙ্গল ব্ল্যাডম্যান সংগঠন কর্তৃক পরিচালিত ব্লাডম্যান এম্বুলেন্স সার্ভিসের চালক আব্দুল খালেক (২৩)। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


 জানা যায়, নিহত চালক শ্রীমঙ্গল থেকে লাশ নিয়ে ফেনীতে লাশ নায়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক আব্দুল খালেক নিহত হন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক। 

ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর রহমান জুয়েল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এম্বুলেন্স চালক নিহত হয়েছে এবং তার সাথে থাকা হেল্পার জাহান (১৯) আহত হয়ে মাধপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খাতিহাতা হাইওয়ে থানা ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন। 


এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবারসহ শ্রীমঙ্গল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাশ পৌছাতে গিয়ে চালক নিজেই লাশ হয়ে ফেরার ঘটনাটি গভীর শোক জানিয়েছেন ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর ররহমান জুয়েল, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আব্দুস সুবহান। তারা বলেন, নিহতের পরিবারের পাশে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ব্লাডম্যান শ্রীমঙ্গল।


logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ