ঢাকা ১৪ মে, ২০২৪
সংবাদ শিরোনাম
জুড়ীতে ঋণ দেয়ার নামে এক কর্মকর্তার অভিনব প্রতারণা জেলায় শ্রেষ্ঠ জুড়ী থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জুড়ীতে কলেজ ছাত্র মামুন হত্যার প্রধান আসামি জুনেদ গ্রেফতার গোয়াইনঘাট উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়! ওসমানীনগরে বিশ্ব টিকাদান সপ্তাহে এ্যাডভোকেসি সভায় তাজপুর ডিগ্রী কলেজ ২০১৪ এইচএসসি ব্যাচের আনন্দ ভ্রমণ সম্পন্ন পুনরায় দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করলো নিসচা বড়লেখা উপজেলা শাখা তাহিরপুরে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নবীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত, হুমকির মুখে বিবিয়ানার নর্থ প্যাড জুড়ীতে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

কমলগঞ্জে কিশোরীকে ফুঁসলিয়ে রাতভর ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

#

সাদিকুর রহমান সামু

০৫ নভেম্বর, ২০২২,  4:05 PM

news image

সিলেটের জৈন্তপুর থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নানা বাড়িতে আসার উদ্দেশ্য সিএনজিতে উঠলে ২ যুবক কিশোরীকে ফুসলিয়ে একটি বাড়ীতে নিয়ে রাত ভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার রাতে শ্রীমঙ্গলের একটি বাসা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ কিশোরী উদ্ধারসহ অভিযুক্তদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে। 


এ ঘটনায় শনিবার (৫ নভেম্বর) কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


ভিকটিমের ভাষ্যমতে ও পুলিশ সুত্রে জানা যায়, সিলেটের জৈন্তপুর থানার আব্দুল শহীদের কিশোরী মেয়ে রবিবার কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ নানা বাড়ী যাওয়ার জন্য বাড়ী থেকে বেরিয়ে আসে। কমলগঞ্জ আসার পর কমলগঞ্জ উপজেলার উত্তরভাগ গ্রামের মোহন মিয়া ও রাজ্জাক বখস নামের দু'জন যুবক বাড়ীতে পৌঁছে দেয়ার নামে সিএনজিতে উঠিয়ে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে।


এদিকে, শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার (৪ নভেম্বর) রাতে কমলগঞ্জের দুই যুবককে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ মায়াবী গেস্ট হাউজের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে আটকসহ ভিকটিম কিশোরীকে উদ্ধার করে।


পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ভিকটিম কিশোরীসহ ২ যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী বিষয়টি নিশ্চিত করেছেন।


অপরদিকে, ঘটনাটি জানতে পেরে কিশোরীর বাবা আব্দুল শহীদ বাদী হয়ে শনিবার ( ৫ নভেম্বর) কমলগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।


কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ