জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিশু শিল্পী ফারজিনাকে উপহার দেন তাহিরপুরের এসিল্যান্ড রনি
শওকত হাসান
১৭ নভেম্বর, ২০২৩, 9:43 AM

শওকত হাসান
১৭ নভেম্বর, ২০২৩, 9:43 AM

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিশু শিল্পী ফারজিনাকে উপহার দেন তাহিরপুরের এসিল্যান্ড রনি
শওকত হাসান ।। হাওড় পাড়ের মানুষের সংগ্রামী জীবন কাহিনী নিয়ে নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিতে সাবলীলভাবে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ জয় করায় ফারজিনা আক্তার কে শুভেচ্ছা উপহার প্রদান করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
ফারজিনা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে শিশু শিল্পী ফারজিনা আক্তারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার তুলে দেন তিনি। এসময় তার বাবা আবু সায়েম ও মা আফিয়া আক্তার উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও শ্রেষ্ঠ চিত্রনাট্য এবং শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে ফারজিনা আক্তার। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, শ্রদ্ধেয় জেলা প্রশাসক, সুনামগঞ্জ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী স্যারের নির্দেশনায় এবং শ্রদ্ধেয় ইউএনও সুপ্রভাত চাকমা স্যারের পক্ষ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এ সেরা শিশুশিল্পী (বিশেষ বিভাগ) এ পুরস্কার প্রাপ্ত ফারজিনা আক্তার ও তার পরিবারকে সহায়তার চেষ্টা এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। ফারজিনা এগিয়ে যাক! কোনো প্রতিবন্ধকতা যেন ফারজিনার চলার পথ রুদ্ধ করতে না পারে।