জুড়ীতে অটো মোবাইল মেকানিক ইউনিয়নের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৩, 11:01 PM

নিজস্ব প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৩, 11:01 PM

জুড়ীতে অটো মোবাইল মেকানিক ইউনিয়নের শপথ গ্রহণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে অটো মোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজি নং ২৬৩৬ এর অন্তর্ভুক্ত উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্বরে জুড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অটো মোবাইল মেকানিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রব, সাধারণ সম্পাদক সাজন আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা শাখার নবনির্মিত কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন।