জুড়ীতে আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
নিজস্ব প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৩, 9:18 PM

নিজস্ব প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৩, 9:18 PM

জুড়ীতে আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
মৌলভীবাজার জেলার জুড়ীতে আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে প্রতিবেশী উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
প্রতিবেশী উৎসবে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন জাতের পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। এ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, কামিনীগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, আইএফআইসি ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক মশিউর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।