জুড়ীতে এসপিএল ৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
আদনান চৌধুরী
১১ মার্চ, ২০২৩, 11:29 PM

আদনান চৌধুরী
১১ মার্চ, ২০২৩, 11:29 PM

জুড়ীতে এসপিএল ৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
জুড়ী উপজেলায় নবারুণ সংঘ স্পোর্টিং ক্লাব,হরিরামপুরের আয়োজনে এসপিএল-5 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (১১ মার্চ) দর্শকপূর্ন এ খেলায় উষার আলো নয়াগ্রাম বনাম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এর মধ্যকার ফাইনাল খেলায় সোনার বাংলা বাছিরপুর জয়লাভ করে। খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,রিংকু রঞ্জন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কোয়াব) এর সভাপতি আব্দুল আউয়াল। ইউ'পি সদস্য মো: জসিম উদ্দিন। ইমরান আহমেদ, প্রমুখ
পুরষ্কার বিতরণ ম্যান অব দ্যা ম্যাচ শাহিন আহমেদ (জুনিয়র)ম্যান অব দ্যা সিরিজ জাবেদ আহমেদ (দক্ষিণ ভাগ, সোনার বাংলা)