জুড়ীতে চুরির মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৩, 9:24 PM

নিজস্ব প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৩, 9:24 PM

জুড়ীতে চুরির মামলার আসামি গ্রেফতার
হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে চুরির মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুড়ী থানার এ এস আই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কন্টিনালা সেতুর পাশ থেকে আলমগীর মিয়া (৩৫) কে গ্রেফতার করেন। আলমগীর পুর্ব বেলাগাও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে আলমগীর এলাকার একজন চিহ্নিত চুর। ইতিমধ্যে সে চুরির মামলায় জেল খেটেছে। তার উপর আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বেশ কিছুদিন থেকে সে পলাতক ছিলো।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।