ঢাকা ০৩ অক্টোবর, ২০২৩
সংবাদ শিরোনাম
নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের কল্যাণে কাজ করতে চাই- লিটন তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন জুড়ীতে প্রাণিসম্পদ অফিসের প্রকল্পে নয় ছয় বড়লেখায় প্রবাসীর উপর হামলা ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মেধাবী হতে পড়াশোনা করতে হবে - পরিবেশমন্ত্রী জাতীয় ইমাম সমিতি ফুলতলা ইউনিয়ন শাখার কমিটি গঠন শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে এনেছে- পরিবেশমন্ত্রী জুড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

তাহিরপুরে গভীর রাতে দম্পতিকে কুপিয়ে মারাত্মক জখম

#

শওকত হাসান

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  1:21 PM

news image

শওকত হাসান ।। সুনামগঞ্জের তাহিরপুরে ঘুমন্ত অবস্থায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন, কামালপুর গ্রামের মৃত সলু মিয়ার ছেলে নাছির মিয়া (৩০) ও তার স্ত্রী আলপিনা বেগম(২৫)। 


শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে ইউপি সদস্য সাজিনুর মিয়া ও স্থানীয় সূত্রে জানাযায়, কামালপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে আতাবুর (২৮) এই নেক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। সে সম্পর্কে ভিকটিম নাছিরের চাচাতো ভাই। দীর্ঘ দিন ধরে নাছির ও তার বউয়ের প্রতি তার ক্ষোভ দেখাগেছে। আগেও একবার তাদের উপর আক্রমণ করেছে। আমরা তাকে বুঝিয়েছি এবং সামাজিক ভাবে শেষ করেছি। কিন্তু গত রাত আনুমানিক ৩টায় সবাই যখন ঘুমে ছিলো তখন নাছিরের ঘরে ঢুকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করে। তখন তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান, ধারালো অস্ত্রের আঘাতে নাছির ও তার বউ মারাত্মক ভাবে জখম হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দম্পতিকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তবে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ