বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিজুরী ইউনিয়ন বিজয়ী
শওকত হাসান
২৯ জুলাই, ২০২৩, 8:27 PM

শওকত হাসান
২৯ জুলাই, ২০২৩, 8:27 PM

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিজুরী ইউনিয়ন বিজয়ী
তাহিরপুর প্রতিনিধি ।। তাহিরপুরে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাদাঘাট পাবলিক হাইস্কুল মাঠে উত্তর শ্রীপুর ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে বালিজুরী ইউনিয়ন একাদশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক জেলা আওয়ামীলীগ সহ সভাপতি রেজাউল করিম শামিম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, টুর্ণামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, তাহিরপুর উপজেলা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমূখ।