ঢাকা ০৩ অক্টোবর, ২০২৩
সংবাদ শিরোনাম
নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের কল্যাণে কাজ করতে চাই- লিটন তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন জুড়ীতে প্রাণিসম্পদ অফিসের প্রকল্পে নয় ছয় বড়লেখায় প্রবাসীর উপর হামলা ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মেধাবী হতে পড়াশোনা করতে হবে - পরিবেশমন্ত্রী জাতীয় ইমাম সমিতি ফুলতলা ইউনিয়ন শাখার কমিটি গঠন শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে এনেছে- পরিবেশমন্ত্রী জুড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সুমন, সম্পাদক সেলীম

#

মনিরুল ইসলাম

০১ সেপ্টেম্বর, ২০২৩,  2:39 PM

news image

মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি হয়েছেন সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলীম হক। 


যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে সম্মেলনের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হলেন- মবশ্বির আহমদ (সদর), সহ-সভাপতি মুজিবুর রহমান (সদর), সহ-সভাপতি পান্না দত্ত (সদর), মহিউদ্দিন চৌধুরী ফহিম (সদর), মামুনুর রশীদ সাজু (জুড়ী), সন্দীপ দাস (রাজনগর), শেখ রুমেল আহমদ (সদর) ও অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন (সদর)। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- সুমেশ দাশ যীশু, হাবিবুর রহমান রাজীব, হোসেন ওয়াহিদ সৈকত ও আব্দুল আজিজ। সদস্য হলেন - মো. তাজুল ইসলাম ও ময়নুল ইসলাম খান (রাজনগর)।


উল্লেখ্য, গত ২০২২ সালের ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘোষিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।l

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ