ঢাকা ০৩ অক্টোবর, ২০২৩
সংবাদ শিরোনাম
নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের কল্যাণে কাজ করতে চাই- লিটন তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন জুড়ীতে প্রাণিসম্পদ অফিসের প্রকল্পে নয় ছয় বড়লেখায় প্রবাসীর উপর হামলা ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মেধাবী হতে পড়াশোনা করতে হবে - পরিবেশমন্ত্রী জাতীয় ইমাম সমিতি ফুলতলা ইউনিয়ন শাখার কমিটি গঠন শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে এনেছে- পরিবেশমন্ত্রী জুড়ীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে আনসার-ভিডিপিও জননী নার্সারীও উদ্যোগে গাছের চারা বিতরণ।

#

রাজেশ ভৌমিক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  2:51 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দুই শত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার(৪সেপ্টেম্বর)দুপুরে উপজেলার বিষামনী এলাকা আনসার ভিডিপি ও জননী নার্সারির আয়োজনে বিষামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়। 

গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বিষামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুপুর রানী সেন, আনসার ভিডিপি'র শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ড দলনেতা মো. আল আমিন, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার, সাংবাদিক অনির্বান সেনগুপ্ত, রাজেশ ভৌমিক, শাওন চৌধুরী, জাহিদ হাসান প্রমুখ।


স্কুলের ৭ম শ্রেনীর শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, আমি একটা ফলের চারা পেয়েছি। বাড়িতে নিয়ে এটা লাগাবো। গাছের চারা পেয়ে অনেক ভালো লেগেছে। 


আনসার ভিডিপি শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের দলনেতা ও জননী নার্সারির সত্বাধীকারি মো. আল আমিন বলেন, স্কুলের শিক্ষার্থীরা যখন গাছের চারাগুলো হাতে নিয়েছে, তখন তাদের মধ্যে অনেক আনন্দ দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের এই আনন্দ দেখে আমি অনেক খুশি হয়েছি। আমিও আগেও অনেক গাছের চারা রোপন, বিতরণ করেছি। কিন্তু আজ অনেক শিক্ষার্থীদের মাঝে একসাথে গাছের চারা তুলে দিতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। এই কাজ আমি অব্যাহত রাখবো।


আরো বলেন, আমরা বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছি,শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, এসব চারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে।


বিষামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুপুর রানী সেন বলেন, আজ আমাদের স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থীরা বিভিন্ন জাতের গাছের চারা পেয়েছে। তারা অনেক খুশি মনে বাড়িতে চারাগুলো নিয়ে গেছে। আমাদের স্কুলেও আমরা অনেকগুলো চারা লাগিয়েছি। এধরনের কাজে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার তাগিদ বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ