সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমানের দাফন সম্পন্ন
আদনান চৌধুরী
০৭ সেপ্টেম্বর, ২০২৩, 7:15 PM

আদনান চৌধুরী
০৭ সেপ্টেম্বর, ২০২৩, 7:15 PM

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমানের দাফন সম্পন্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মৌলভীবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য, এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার ঢাকা লালমাটিয়া সি ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে আজ বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের কোর্ট মসজিদে সকাল আটটায় দ্বিতীয় জানাজার এবং সকাল এগারোটায় বড়লেখা পিসি স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে বাদ জোহর নিজ গ্রাম গাংকুলে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের জানাজায় বিপুলসংখ্যক মানুষসহ ঢাকার জানাজায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এম'পি অংশ নেন।